Logo
Logo
×

সারাদেশ

দানা মোকাবিলায় বরগুনায় প্রস্তুত ৬৭৩ আশ্রয় কেন্দ্র

Icon

বরগুনা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১১:০৫ পিএম

দানা মোকাবিলায় বরগুনায় প্রস্তুত ৬৭৩ আশ্রয় কেন্দ্র

বরগুনায় ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতিসহ ৬৭৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। 

বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৩টায় শুরু হয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসনের তথ্য সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় বরগুনায় প্রায় ৪ লাখ মানুষের জন্য প্রস্তুত রাখা হয়েছে ৬৭৩টি আশ্রয় কেন্দ্র। এছাড়া ৫৩১ মেট্রিক টন চাল, নগদ অর্থ ৮ লাখ ১০ হাজার, শিশু খাদ্যের জন্য ৫ লাখ এবং গোখাদ্যের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। 

এছাড়া দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী সময়ে প্রশাসনকে সহযোগিতা করতে বিভিন্ন সংগঠনের প্রায় সাড়ে ৯ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন। 

এছাড়াও ৮ লাখ ৫০ হাজার পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি সংরক্ষণর জন্য প্রায় ১ হাজার ৬০০টি জেরিকেনের ব্যবস্থা করা হয়েছে। 

এছাড়াও মেডিকেল টিমসহ জরুরি প্রয়োজনে যে কোনো তথ্য পেতে জেলা প্রশাসনের কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

অপরদিকে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী বরগুনার বিভিন্ন এলাকার প্রায় দেড় কিলোমিটার ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে। এসব এলাকার ক্ষয়ক্ষতি এড়াতে তাৎক্ষণিকভাবে বেড়িবাঁধ মেরামত করতে ৮ হাজার পিস জিও ব্যাগ প্রস্তুত রাখা হয়েছে। 

এ বিষয়ে বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা সম্পন্ন হয়েছে। বর্তমানে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত চলছে। দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং পরবর্তী সময়ে কি কি করণীয় সে বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছি। সাধারণ মানুষের জানমাল ও জীবন রক্ষায় বিভিন্ন সংগঠনের  সেচ্ছাসেবীসহ ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সোসাইটি ও ছাত্ররা প্রস্তুত রয়েছেন। 

এছাড়াও প্রত্যেক উপজেলায় ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় সভাসহ সব প্রস্তুতি গ্রহণ করতে নির্বাহী অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় দানা


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম