Logo
Logo
×

সারাদেশ

সাভারে বেতন না দিয়ে মালিক পালিয়েছে

Icon

যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১১:০৪ পিএম

সাভারে বেতন না দিয়ে মালিক পালিয়েছে

সাভারে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে কারখানা বন্ধ করে পালিয়েছেন একটি তৈরি পোশাক কারখানার মালিক। এ ঘটনায় চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা।

বুধবার সকালে সাভার উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে ওই কারখানার অর্ধশতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।

মানববন্ধন কর্মসূচি থেকে এ সময় শ্রমিকরা জানান, প্রায় অর্ধশতাধিক শ্রমিক দীর্ঘ দিন ধরে ডগরমোড়া এলাকায় ইউনিট ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানায় চাকরি করে আসছিলেন। পরে সম্প্রতি কারখানার শ্রমিকদের চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে কারখানাটি বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ পালিয়ে যায়। এ ঘটনায় চার মাসের বেতন না পেয়ে অসহায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন।

বুধবার সকালে কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সাভারে শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাকশ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ায় পুলিশের গুলিতে  তিনজন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচ শ্রমিক আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার দুপুরে আশুলিয়ার নরসিংহপুর-কাশিমপুর সড়কের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন- হালিমা খাতুন, ববিতা আক্তার, মোর্শেদা খাতুন ও চম্পা খাতুন। অন্য একজনের নাম-পরিচয় জানা যায়নি। এদের মধ্যে হালিমা খাতুন সুসুকা গার্মেন্টসের শ্রমিক। বাকিরা জেনারেশন নেক্সট ফ্যাশনের শ্রমিক বলে জানা গেছে।

শ্রমিকরা জানায়, জেনারেশন নেক্সট পোশাক কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে কারখানাটির সামনে একত্রিত হন শ্রমিকরা। পরে তারা পাশের সিগমা অ্যাপারেলস, দিসান, সুসুকা, জি ম্যাক্স ও শিনশিন পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আন্দোলনে নামান।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম যুগান্তরকে বলেন, শ্রমিকরা গুলিতে আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। শ্রমিকরা যখন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে, তখন সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়; এতে তাদের কেউ কেউ আহত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম