Logo
Logo
×

সারাদেশ

আলোচিত সেফুদার ভাই পানিতে ডুবে মারা গেছেন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম

আলোচিত সেফুদার ভাই পানিতে ডুবে মারা গেছেন

আলোচিত সমালোচিত সেফায়েত উল্যাহ ওরফে সেফুদার বড় ভাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শামছুল হুদা মজুমদার (৯৮) ওরফে সামুদা নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছেন।

শামছুল হুদা মজুমদারের চাচাতো ভাই রেদওয়ান হোসেন সেন্টু জানান, শামছুল হুদার পরিবারের সদস্যরা ঢাকায় বসবাস করেন; তিনি একাই বাড়িতে থাকতেন। ২২ অক্টোবর রাতে সম্ভবত তিনি নামাজের অজু করতে পুকুরের ঘাটলায় যান। সেই সময় তিনি পানিতে পড়ে যান।

বুধবার সকাল ১০টায় বাড়ির নারীরা তার মৃতদেহ পুকুরে দেখতে পান। এলাকাবাসী এসে তার মৃতদেহ উদ্ধার করেন।

সেন্টু জানান, বাদ এশা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সেফায়েত উল্যাহ ওরফে সেফুদা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন উক্তি করে আলোচিত ও সমালোচিত হয়েছেন। বর্তমানে তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় বসবাস করছেন। তার বড় ভাই শামছুল হুদা মজুমদার নিজেকে সেফুদার ভাই সামুদা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম