স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কিশোরগঞ্জ ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম
![স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/23/court-671925fa7e4e0.jpg)
কিশোরগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. হামিদুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. নুরুল ইসলাম সদর উপজেলার দানাপাটুলী গ্রামের কাছুম আলীর ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৭ মার্চ সন্ধ্যায় সদর উপজেলার দানাপাটুলী এলাকার ধানখেতের পাশের ডোবা থেকে এক অজ্ঞাত নারীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পুলিশ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করে।
পরে পুলিশ মামলাটি তদন্তের সময় নিহত মীনা বেগমের স্বামী নুরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করলে স্ত্রীকে হত্যার দায় প্রাথমিকভাবে স্বীকার করেন তিনি। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করলে সেখানেও স্বীকারোক্তিমূলক জবানবিন্দ দেন নুরুল ইসলাম।
২০১৫ সালের ৩ জুলাই কিশোরগঞ্জ মডেল থানার এসআই হুমায়ূন কবীর নিহতের স্বামীকে একমাত্র আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।