সাদ হত্যা মামলায় চেয়ারম্যান-আ.লীগ নেতা গ্রেফতার
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় উপজেলা কুল্লা ইউনিয়নের চেয়ারম্যান মো. লুৎফর রহমান এবং কুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান নামে দুইজনকে গ্রেফতার করেছেন র্যাব-৪ এর একটি দল।
মঙ্গলবার রাতে র্যাব-৪ সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
আফিকুল ইসলাম সাদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার মো. শফিকুল ইসলামের ছেলে। তিনি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
র্যাব সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ মাথায় গুলিবিদ্ধ হন। পরে তার সহপাঠীরা তাকে সেখান থেকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সাদ ৮ আগস্ট সকালে মারা যান।
এ ঘটনায় নিহত সাদের নানা মো. আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং ৮০-৯০ জনকে অজ্ঞাত করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন।
র্যাব-৪ এর সিসিপি-২ কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, র্যাব-৪ একটি অভিযানিক দল রাতে অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমানকে সাভার ব্যাংক কলোনি থেকে গ্রেফতার করে।