Logo
Logo
×

সারাদেশ

ঘূর্ণিঝড় দানা, ভোলায় ৮ কন্ট্রোল রুম ৮৬৯ সাইক্লোন শেল্টার প্রস্তুত

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ১০:২৩ পিএম

ঘূর্ণিঝড় দানা, ভোলায় ৮ কন্ট্রোল রুম ৮৬৯ সাইক্লোন শেল্টার প্রস্তুত

ভোলায় ঘূর্ণিঝড় ধেয়ে আসার প্রভাবে বুধবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। দুপুরে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি প্রস্তুতি সভা করেছেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।

ওই সভার পর জেলার ৭ উপজেলায় ৭টি ও জেলা প্রশাসক কার্যালয়ে ১টি কন্ট্রোল রুম খোলা হয়। উপজেলা নির্বাহী অফিসারদের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়। চরাঞ্চলের মানুষদের জন্য জেলার ৮৬৯টি সাইক্লোন শেল্টার ও পশুর জন্য কিল্লা প্রস্তুত রাখা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সভায় সিভিল সার্জন মো. মনিরুল ইসলাম জানান, ৭৮টি মেডিকেল টিম প্রস্তুতি আছে।

আগাম প্রচারণা ও উদ্ধার কাজের জন্য প্রস্তুতিতে ১৩ হাজার ৮৫৬ জন সিপিপি কর্মী ও রেডক্রিসেন্ট সদস্যরা মাঠে কাজ শুরু করেন বলে জানান ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রোগ্রামের উপপরিচালক আব্দুর রহমান।

ঝড় শুরুর আগেই জেলার বিচ্ছিন্ন ২১টি চর থেকে মানুষদের সরিয়ে আনতে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয় বলে জেলা প্রশাসক জানান। ঝড় মোকাবিলার জন্য শুকনো খাবার। পর্যাপ্ত পরিমাণে জিআর চাল ও শিশুখাদ্য মজুত রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, কোস্টগার্ড প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা তাদের প্রস্তুতি সম্পর্কে সভায় জানান।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড় দানা


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম