চট্টগ্রামে ৬০ পয়েন্টে মিলবে টিসিবির পণ্য, পাবেন কার্ডছাড়া লোকজনও
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:১৫ পিএম
চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৬০টি পয়েন্টে ন্যায্যমূল্যে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিক্রি। টিসিবি কর্তৃপক্ষ ইতোমধ্যে নতুন নিয়ম চালু করেছে। নিয়মের মধ্যে রয়েছে- টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এখন থেকে যাদের কার্ড নেই এমন লোকজনও পণ্য পাবেন।
আগে শুধু টিসিবির কার্ডধারী লোকজন পণ্য কিনতে পারতেন। কার্ড ছাড়া নিম্নআয়ের লোকজন প্রতিদিন ২০টি ট্র্রাকসেলের পয়েন্ট থেকে টিসিবির পণ্য কিনতে পারবেন বলে জানিয়েছেন টিসিবি চট্টগ্রাম অঞ্চলের ডিডি শফিকুল ইসলাম।
কার্ড ছাড়া লোকজনের জন্য টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম বৃহস্পতিবার সকালে বন্দরটিলা আঞ্চলিক অফিসের সামনে উদ্বোধন করবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক।
চট্টগ্রামে টিসিবির ফ্যামিলি কার্ডধারী আছেন ৫ লাখ ৩৫ হাজার ৫০ জন। এর মধ্যে নগরীতে ৩ লাখ ৩৫ হাজার ৫০ জন এবং ১৫ উপজেলায় ২ লাখ।
সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলরদের তৈরি করা তালিকা অনুযায়ী টিসিবির পণ্য কিনতে পারবেন। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল কাউন্সিলরা এলাকার প্রকৃত হতদরিদ্র ও নিম্নআয়ের লোকজনকে বাদ দিয়ে তাদের ‘আপন লোকদের’ কার্ড দিয়েছিল। এতে অনেক নিম্নআয়ের মানুষ টিসিবির পণ্য কেনা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এ কারণে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যাদের কার্ড নেই তাদের জন্য নগরীর ৬০টি ট্রাকসেল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। এসব পয়েন্ট তিন ভাগে ভাগ করে প্রতিদিন ২০টি পয়েন্ট থেকে কার্ড ছাড়া মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি কিনতে পারবে।
একটি পয়েন্টে বোরবার ও বুধবার, আরেক পয়েন্টে সোমবার ও বৃহস্পতিবার এবং আরেকটি পয়েন্টে মঙ্গলবার ও শনিবার পণ্য বিক্রি করা হবে।
বৃহস্পতিবার থেকে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়া যারা আছেন তারাও টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য (৪৭০ টাকায় ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন) নিতে পারবেন।
টিসিবি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক (ডিডি) শফিকুল ইসলাম জানান, টিসিবির ন্যায্য মূল্যের পণ্য এখন সবার জন্য উন্মুক্ত। নগরীতে কার্ডধারীদের পাশাপাশি কার্ড ছাড়া লোকজনও টিসিবির পণ্য পাবেন। কার্ডধারীরা আগের মতো ওয়ার্ডভিত্তিক টিসিবির ডিলারদের কাছ থেকে পণ্য নেবেন। আর নন-কার্ডধারীদের জন্য নগরীর ৬০টি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ট্রাক সেল উদ্বোধন করা হবে।