Logo
Logo
×

সারাদেশ

ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে নাটোরে শিক্ষার্থীদের ‘জনতার বাজার’

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০৭:০০ পিএম

ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে নাটোরে শিক্ষার্থীদের ‘জনতার বাজার’

নাটোরের বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে চালু হয়েছে ‘জনতার বাজার’। এই বাজারে ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন শাকসবজি ও খাদ্যসামগ্রী।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই প্রতি সপ্তাহে তিন দিন বিক্রি করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

বুধবার সকাল থেকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এ বাজার চালু করেন।

সরেজমিন দেখা যায়, শিক্ষার্থীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও সবজি পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছে। সকাল থেকেই বাজারে আসা লোকজন, সড়ক পথের যাত্রী ও স্থানীয়রা শিক্ষার্থীদের কাছ থেকে পণ্য ক্রয় করেন। সকাল থেকে শুরু হওয়া এ বাজার কার্যক্রম দুপুর পর্যন্ত চলে। জনতার বাজারে চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, ডিম, শাক বিক্রি হয়। এর মধ্যে চাল প্রতি কেজি ৪৫ টাকা, ডিম প্রতি হালি ৪৯, আলু কেজি প্রতি ৫৪ টাকা, পেঁয়াজ কেজিপ্রতি ১২৫ টাকা, বেগুন কেজিপ্রতি ৫৫ টাকায় বিক্রি হয়।

বাজারটিতে পণ্য কিনতে আসা কলেজ শিক্ষক আব্দুস সালাম বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামে মানুষের জন্য বর্তমানে বাজার করা খুব কঠিন হয়ে গেছে। এখানে সবকিছুরই দাম একটু কম। শিক্ষার্থীদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। অটোরিকশা চালক হযরত আলী বলেন, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এখানে ন্যায্যমূল্যে চাল, ডাল, সবজি বিক্রির হচ্ছে দেখে প্রয়োজনমতো কিনে নিলাম। যারা এমন আয়োজন করছেন তাদের মন থেকে দোয়া করি।

নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ‘জনতার বাজার’ কর্মসূচির মাধ্যমে স্বল্পমূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সবজি বিক্রয় করা হচ্ছে। যেখানে সরাসরি কৃষকের থেকে পণ্য কিনে ভোক্তার কাছে সরবরাহ করা হচ্ছে, মাঝে থাকছে না কোনো সিন্ডিকেট। এতে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। প্রতি সপ্তাহে তিন দিন বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার এই জনতার বাজারের কার্যক্রম নিয়মিত চলবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম