Logo
Logo
×

সারাদেশ

মতলব উত্তরে ধরা পড়ল বিরল প্রজাতির প্রাণী

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪, ০১:৪৫ এএম

মতলব উত্তরে ধরা পড়ল বিরল প্রজাতির প্রাণী

বিরল প্রজাতির ৩টি প্রাণী

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামে ধরা পড়েছে ৩টি বিরল প্রজাতির প্রাণী। মঙ্গলবার সকালে এই বিরল প্রজাতির ৩টি প্রাণী ধরা পড়ে স্থানীয় লোকজনের হাতে।

জানা যায়, এদিন সকালে উপজেলার মস্তাপুর এলাকার পূর্ব দিকের বিলের একটি ধান ক্ষেতে নড়াচড়া করতে দেখা যায়। এমন সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা বিষয়টি লক্ষ্য করে সামনে এগিয়ে গেলে বিরল প্রজাতির প্রাণীগুলো দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই ৩টি প্রাণীকে ধরে ফেলে তারা। তবে মাসহ আরো কয়েকটি প্রাণী পালিয়ে যায়। পরে এগুলো খাঁচায় বন্ধী করে রাখা হয়।

বিরল প্রজাতির প্রাণীগুলো দেখতে পরে নানান বয়সের মানুষ ভিড় করে। এ নিয়ে বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে। কেউ বলছে চিতা বাঘের শাবক, কেউ বলছে, গন্ধগোকুল, আবার কেউবা বলছেন চিতা বিড়াল।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, দেখতে চিতা বাঘের শাবকের মতো হলেও এটি এক জাতের বিড়াল, যার নাম চিতা বিড়াল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম