Logo
Logo
×

সারাদেশ

বিএনপির সভায় কৃষক দল নেতার হামলায় আহত ১০, কার‌্যালয় ভাঙচুর

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ১০:০৪ পিএম

বিএনপির সভায় কৃষক দল নেতার হামলায় আহত ১০, কার‌্যালয় ভাঙচুর

রাজশাহীর দুর্গাপুরে বিএনপি কার‌্যালয়ে হামলা চালিয়েছে কৃষক দল নেতাকর্মীরা। এ সময় তাদের হামলায় বিএনপির ১০ নেতাকর্মী আহত হয়েছেন। হামলার পর বিএনপির অফিসটি ভেঙে দেওয়া হয়।

সোমবার রাতে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের দাউকান্দি বাজারে এ ঘটনা ঘটে। বিএনপি ও কৃষক দল নেতাকর্মীদের মধ্যে আরও সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়।

দলীয় ও পুলিশে সূত্রে জানা গেছে, সোমবার  সন্ধ্যা ৭টার দিকে  দাউকান্দি বাজারে জয়নগর ইউনিয়ন বিএনপির একটি কার‌্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় সভার আয়োজন করা হয়। দলীয় সভায় ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোরশেদ শিবলী, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলীসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর‌্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাত ৮টার দিকে সভা চলাকালে জেলা কৃষক দলের সদস্য খায়রুল ইসলামের নেতৃত্বে কৃষক দলের নেতাকর্মীরা লাঠিসোটাসহ বিএনপির সভায় হামলা চালায়। এ সময় সভায় উপস্থিত বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে গেলে তাদের বেধড়ক মারপিট করা হয়। ভেঙে ফেলা হয় চেয়ার টেবিলসহ আসবাবপত্র।

এ ঘটনার ভিডিও চিত্র ধারণ করার সময় স্থানীয় সাংবাদিক রাজু আহমেদকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় বিএনপি কর্মী আব্দুস সাত্তার অভিযোগে জানান, কৃষক দল নেতা খায়রুলের নেতৃত্বে সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এ হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহজাহাল হোসেন দেলশাদ (৪৫), ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম (৪০) বিএনপি কর্মী আনোয়ার হোসেন বুদু (৪৭) বেলাল উদ্দিনসহ (৫০) ১০ বিএনপি নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে যুবদল নেতা রাকিবুলের অবস্থা আশঙ্কাজনক।

কৃষক দল নেতাকর্মীদের হামলায় আহত বিএনপি নেতা আনোয়ার হোসেন বুদু বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি। এবার নিজ দলের নেতাকর্মীদের হামলায় আহত হলাম। এর চেয়ে বড় দুঃখ আর নেই। বিএনপির অফিসে হামলা ও ভাঙচুরে বিএনপির বড় নেতাদের হাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলীও একই ধরনের অভিযোগ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা কৃষক দলের সদস্য খায়রুল ইসলাম বলেন, হামলার মতো বড় কিছু হয়নি। নিজেদের নেতাকর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছে। পরে ঠিক হয়ে যাবে।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি দুরুল হুদা বলেন, জয়নগর ইউনিয়নের দাউদকান্দিতে বিএনপি ও কৃষক দল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ উভয় পক্ষকেই আর কোনো ঝামেলা না করার জন্য বলে এসেছে। তবে আহতরা কেউ অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম