Logo
Logo
×

সারাদেশ

রেললাইনের শতাধিক ক্লিপ চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

Icon

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পিএম

রেললাইনের শতাধিক ক্লিপ চুরি, ঝুঁকিতে ট্রেন চলাচল

নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে প্রায়ই রেললাইনের ক্লিপ চুরি হওয়ায় রেলপথে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।

রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে রেললাইনের ক্লিপ চুরি হলেও একাধিকবার থানায় এজাহার দায়ের করেও ক্লিপ চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না।

সরেজমিন দেখা গেছে, আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশন মধ্যবর্তী ১০ কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ক্লিপ নাই। এসব জায়গার ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা। খানিক দূর পরপর কয়েকটি ক্লিপ লাগানো আছে।

রেললাইনের আশপাশে বসবাসরত বাসিন্দারা জানান, রাতে দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে স্লিপার ভেঙে অথবা ব্লেড দিয়ে কেটে এসব ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে।

এ বিষয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, রেললাইনের ক্লিপ চুরি হতে থাকলে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়বে। রেল ট্যাকের বিভাগীয় প্রকৌশলী এ বিষয়ে ব্যবস্থা নেবেন বলে জানান।

রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল বলেন, ক্লিপ চুরির বিষয়ে বেশ কয়েকটা এজাহারও দায়ের করছি, তাতেও চুরি ঠেকানো যাচ্ছে না। ফলে কোনো স্থান ঝুঁকিপূর্ণ যেন না হয় সেজন্য প্রতিদিন সকালে লাইন চেক করা হচ্ছে। রাতে লাইন পাহারা দেওয়ার নিজস্ব জনবল না থাকায় চুরি ঠেকাতে স্থানীয়দের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ক্লিপ চুরির বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম