Logo
Logo
×

সারাদেশ

ভারতে পালানোর সময় জামাতাসহ চমেক সিন্ডিকেট সদস্য আটক

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৪ পিএম

ভারতে পালানোর সময় জামাতাসহ চমেক সিন্ডিকেট সদস্য আটক

ভারতে পালানোর চেষ্টাকালে চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়াকে আটক করেছে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।

সুকুমার বড়ুয়া ও প্রণব কান্তি বড়ুয়া সম্পর্কে শ্বশুর-জামাতা বলে ইমিগ্রেশন পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় বিকালে আখাউড়া থানায় সোপর্দ করে ইমিগ্রেশন পুলিশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতে পালানোর চেষ্টা করেন শ্বশুর-জামাতা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. খায়রুল আলম তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি যুগান্তরকে জানান, চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি সুকুমার বড়ুয়া এবং তার মেয়ে জামাই চট্টগ্রাম মেডিকেল কলেজের সিন্ডিকেট সদস্য ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রণব কান্তি বড়ুয়া ভারতে যাওয়ার জন্য আখাউড়া ইমিগ্রেশনে আসেন। পরে ইমিগ্রেশন পুলিশ খোঁজ নিয়ে জানতে পারেন তাদের উভয়ের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে। পরে ইমিগ্রেশন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদেরকে আটক করে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

প্রণব কান্তি বড়ুয়া চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক। তিনি চট্টগ্রামের পটিয়া উপজেলার উনাইনপুরা গ্রামের বাসিন্দা নিরোদ বরন বড়ুয়ার ছেলে।

এদিকে গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অবৈধভাবে সীমান্তপথে ভারত যাওয়ার চেষ্টাকালে রাউজানের (চট্টগ্রাম-৬) আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম