Logo
Logo
×

সারাদেশ

মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি

চাঁদপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ পিএম

চাঁদপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা

মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে অভিযান চালানো হয়

মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় চাঁদপুরে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে কমিটির সদস্যদের উপস্থিতিতে বাজার মনিটরিং করার সময় এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলার এসিল্যান্ড ইমরান হোসেন। 

জানা যায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নির্দেশনা মোতাবেক এদিন সদর  উপজেলার মহামায়া বাজারে বাজার মনিটরিং করা হয়। এ সময় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় মূল্য তালিকা না রাখা, তালিকার অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে তিন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন,২০০৯ লঙ্ঘনের অপরাধে ১৭ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

এ সময় ব্যবসায়ীদের ক্রয়মূল্যের ওপর অধিক মুনাফা না করার জন্য, কাঁচা রশিদ সংরক্ষণ করার জন্য, মূল্য তালিকা প্রদর্শন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জানা যায়, ব্যবসায়ীরা নিজেদের মত করে কাচা বাজারের সবজির দাম নির্ধারণ করছিল, তারা ক্রয়মূল্য সংক্রান্ত কোনো রশিদ সংরক্ষণ না করে বাজারে পণ্যের প্রাপ্যতার ভিত্তিতে এমনটা করছিল বলে ভ্রাম্যমাণ আদালতের নিকট প্রতীয়মান হয়, তাই এমন শাস্তির মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, মূল্য তালিকা সংরক্ষণ না করা এবং তালিকা সংরক্ষণ করলেও ভোক্তার নিকট তালিকা থেকে অধিক মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে এই শাস্তি দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম