Logo
Logo
×

সারাদেশ

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে চাকরি-আহতদের সুচিকিৎসার দাবি

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে চাকরি-আহতদের সুচিকিৎসার দাবি

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে চাকরি ও আহতদের সুচিকিৎসা প্রদানসহ বিভিন্ন দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতা ও শহিদদের পরিবারের উদ্যোগে এ কর্মসূচি হয়েছে।

এ সময় আহত শিক্ষার্থীসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহিদ ও আহতের কোনো তালিকা প্রণয়ন করেনি সরকার। আহত শিক্ষার্থী-জনতারা অর্থ সংকটে সুচিকিৎসা বঞ্চিত হচ্ছে। কেউ আমাদের খবরও নিচ্ছে না। তাই অবিলম্বে হতাহতের তালিকা তৈরি করে আহতদের সুচিকিৎসা প্রদানসহ প্রত্যেক শহিদ পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার দাবি জানানো হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম