গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে চাকরি-আহতদের সুচিকিৎসার দাবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৬:৫১ পিএম
গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে চাকরি ও আহতদের সুচিকিৎসা প্রদানসহ বিভিন্ন দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতা ও শহিদদের পরিবারের উদ্যোগে এ কর্মসূচি হয়েছে।
এ সময় আহত শিক্ষার্থীসহ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে শহিদ ও আহতের কোনো তালিকা প্রণয়ন করেনি সরকার। আহত শিক্ষার্থী-জনতারা অর্থ সংকটে সুচিকিৎসা বঞ্চিত হচ্ছে। কেউ আমাদের খবরও নিচ্ছে না। তাই অবিলম্বে হতাহতের তালিকা তৈরি করে আহতদের সুচিকিৎসা প্রদানসহ প্রত্যেক শহিদ পরিবার থেকে একজনকে চাকরি দেওয়ার দাবি জানানো হয়।