Logo
Logo
×

সারাদেশ

খুলনায় হাসিব হত্যায় ২১ ছাত্রলীগ নেতার যাবজ্জীবন

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৪:০১ পিএম

খুলনায় হাসিব হত্যায় ২১ ছাত্রলীগ নেতার যাবজ্জীবন

ছবি:সংগৃহীত

চার বছর ২ মাস ৩ দিন পর খুলনার খালিশপুর হাজী মুহাম্মদ মহসিন কলেজের আলোচিত ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান নিয়াজ হত্যা মামলায় ২১ জনের  যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

দণ্ডিত আসমিরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। 

মঙ্গলবার (২২ অক্টোবর) খুলনা নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিচারক আ. ছালাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি আইনজীবী রোমানা তানহা।

২০২০ সালের ১৯ আগস্ট হাজী মুহাম্মাদ মুহসীন কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র হাসিবুর রহমান সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২৬ জন আসামির নাম উল্লেখ করে থানা অভিযোগপত্র দাখিল করেন।

এজাহারভুক্ত আসামিরা হলেন- সৈকত, মো. মেহেদী হাসান রাব্বি, অন্তু, মো. সাজ্জাত হোসেন, ইমদাদুল ইসলাম হৃদয়, মো. আরিফ ওরফে চোরা আরিফ, মো. মুন্না, রফিকুল হাসান শাওন ওরফে আতাং বাবু, মো. সাইফুল, মো. মোস্তাক আহমেদ, মিঠাই হৃদয়, মো. ফাহিম ওরফে কালা ফাহিম, রুবেল, মো. মিজানুর রহমান, সবুজ, মো. ফয়েজুর রহমান আরাফাত, মো. তুষার, আশিকুর রহমান মোল্লা, রাব্বি ওরফে নাটা রাব্বি, নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু, রায়হান, ইয়াছির রাব্বি ওরফে জুয়েল ওরফে নাটা জুয়েল, সালমান, সাকিব শেখ, নাঈমুর রহমান ফাহিম, রুনু হওলাদার।

আসামিদের মধ্যে খালাস পেয়েছেন- তুষার, রায়হান, নুরু হাওলাদার, নাইম বাবু ওরফে পয়েন্ট বাবু, সালমান। বাকি ২১ জন সাজা প্রাপ্ত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম