Logo
Logo
×

সারাদেশ

মতলবে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৫২ এএম

মতলবে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন উপজেলার পশ্চিম লালপুর ও চর চারআনি গ্রামের শত শত মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দিনে ও রাতের আধারে একটি অসাধু মহল বালু উত্তোলন করছে। এতে করে আমাদের অনেক কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ড্রেজিং করে বালু উত্তোলন করায় আমাদের শতশত ঘর-বাড়ি হুমকির মুখে পড়েছে। যেকোন সময় আমাদের ঘর-বাড়ি নদীতে বিলুপ্ত হয়ে যাবে। তাই আমরা চাই উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নেবে।

বক্তারা আরও বলেন, বেশ কিছুদিন আগে চাঁদপুর জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে লিখিত দরখাস্ত করার পরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা হতাশাগ্রস্ত। অতি দ্রুত ব্যবস্থা না নিলে আমাদের ঘর-বাড়ি রক্ষা করা যাবে না। 

মানববন্ধনকারীদের শান্তনা দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনারদেরকে আশ্বস্ত করতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে যৌথবাহিনীর সহযোগিতা নেওয়া হবে। তবুও ড্রেজিংয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। সবাই প্রশাসনের উপর আস্থা রাখবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম