Logo
Logo
×

সারাদেশ

শহিদ খোকনের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান

Icon

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:৫২ পিএম

শহিদ খোকনের পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ পরিবার ও বাংলাদেশ গণঅভ্যুত্থান স্মৃতি পরিষদ।

রোববার সকাল ১১টায় গাজীপুরের বাসনে বাংলাদেশ গণঅভ্যুত্থান স্মৃতি পরিষদ কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ হাফেজ মাওলানা  রফিকুল ইসলাম মন্ডল এই সম্মেলনের সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ জিন্নাতুল ইসলাম খোকনের বড় ভাই ও সংগঠনের মহাসচিব আশরাফুল ইসলাম, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মন্ডল হাবিব, সদস্য আরিফুল ইসলাম আরিফ, জাহাঙ্গীর আলম, শরফুদ্দিন আল বাহার, রফিকুল ইসলাম, মুফতি মোজাম্মেল হাসান মমতাজ, মাওলানা শাফায়েত, মো. খাতিজুল ইসলাম, মো. সোহেল আহমেদ সাদী প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ জিন্নাতুল ইসলাম খোকনের বড় ভাই আশরাফুল ইসলাম বলেন, যাদের কারণে আমার ভাই শহিদ হয়েছে তাদের আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। সেই সাথে আন্দোলনে নিহত আমার ভাই জিন্নাতুল ইসলাম খোকনের স্ত্রী-সন্তান  প্রতিদিনের জীবন পরিচালনায় অর্থাভাবে মানবেতর জীবন-যাপন করছে।

এ সময় তিনি  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত  তার ভাই  শহিদ খোকনের স্ত্রী-সন্তানের মৌলিক চাহিদা পূরণে অন্তর্বর্তী সরকারের সুদৃষ্টি কামনা করেন।

এ সময় বাংলাদেশ গণঅভ্যুত্থান স্মৃতি পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম মন্ডল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুর মহানগরের বাসন থানাধীন এলাকায় জিন্নাতুল ইসলাম খোকনসহ ২ জন নিহত হয়েছেন।এই ২ জনসহ সকল শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন, মৌলিক চাহিদা পূরণে আর্থিক অনুদান, আহতদের সুচিকিৎসাসহ বর্তমান সরকারের প্রতি শ্রদ্ধা ও আস্থা রেখে উল্লেখিত বিষয়সহ ১৪টি প্রস্তাবনা তুলে ধরেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম