সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফেরাতে ও বাজার সিন্ডিকেট ভেঙে দিতে দোকানের থেকে হালিপ্রতি ২ টাকা কম মূল্যে ডিম বিক্রি করছে ভলান্টিয়ারস অব রাজশাহী। সোমবার বিকাল ৪টা থেকে নগরীর জিরোপয়েন্ট, মনিচত্বর ও নগরভবনের সামনে তাদের অস্থায়ী ৩ বুথে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
দোকানের চেয়ে কিছুটা স্বল্পমূল্যে ডিম পেয়ে খুশি ক্রেতারা। এমন উদ্যোগকে সাধুবাদ জানান তারা। আয়োজকরা জানান, বর্তমান বাজারের সিন্ডিকেট ভেঙে দিতে এমন আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন তারা।
অস্থায়ী ডিম বিক্রয় কেন্দ্রে ১ হালি ডিম বিক্রি করা হচ্ছে ৪৮ টাকায়, ১ ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪২ টাকা ও ১৫টি ডিমের মূল্য ১৭৬ টাকা। এছাড়াও এই অস্থায়ী ডিম বিক্রয় কেন্দ্র থেকে একজন ক্রেতা সর্বোচ্চ ১৫টি ডিম কিনতে পারবেন। হালিপ্রতি ২ টাকা কমে এখানে ডিম বিক্রি করা হয়।
আয়োজনের উদ্যোক্তা নাজমুল হোসেন রাজু বলেন, আমরা সরাসরি খামার থেকে ডিম এনেছি। যে দামে ডিম কেনা হয়েছে তার সঙ্গে শুধু ভ্যান ভাড়া ও কাগজের ঠোঙ্গার দাম যুক্ত করা হয়েছে। যারা বিক্রি করছে তারা স্বেচ্ছায় শ্রম দিচ্ছে। ফলে আমরা ক্রেতাদের কিছুটা কম দামেই ডিম দিতে পারছি। মানুষকে স্বস্তি দিতে তাদের এ আয়োজন।