Logo
Logo
×

সারাদেশ

ফেসবুকে ছবিসহ কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় অভিযোগ

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:৩২ পিএম

ফেসবুকে ছবিসহ কুরুচিপূর্ণ মন্তব্য, থানায় অভিযোগ

মানিকগঞ্জের সিংগাইরে ফেক ফেসবুক আইডি থেকে রাজনৈতিক রং লাগিয়ে ৩ ব্যক্তির ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। রোববার দিবাগত রাতে অভিযোগটি থানায় দায়ের করা হয়।

ভুক্তভোগীরা হলেন- উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের আব্দুল আলী শিকদারের ছেলে মো. ওয়ালী উল্লাহ (৪৭), একই গ্রামের মৃত এখলাছ উদ্দিনের ছেলে মহসিন আল আজাদ (৪৪) ও মৃত খবির উদ্দিন মোল্লার ছেলে মো. বাদল মোল্লা (৪৭)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের বাহাদিয়া গ্রামের ওয়ালী উল্লাহ, মহসিন আল আজাদ ও বাদল মোল্লার ছবি ব্যবহার করে ‘সিংগাইর থানার সব খবর’ নামের একটি ফেসবুক আইডি হতে তিনজনের ছবিসহ মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করে। বিষয়টি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এতে তাদের সমাজে মান-সম্মান ক্ষুণ্ণ হচ্ছে।

ভুক্তভোগী ওয়ালী উল্লাহ বলেন, আমি ওষুধ কোম্পানিতে দীর্ঘদিন যাবত চাকরি করে আসছি। এলাকায় আমার যথেষ্ট সুনাম রয়েছে। আমাদের সুনামকে ক্ষুণ্ণ করার জন্য অজ্ঞাত ব্যক্তি একটি ফেসবুক আইডি হতে আমাদের হেয়প্রতিপন্ন ও মানহানি করার উদ্দেশ্যে তিনজনের ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ মন্তব্য পোষ্ট করে আমাদের সুনাম নষ্ট করছে। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম