Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম

কক্সবাজারে জেট স্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে জেট স্কি থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সিগাল পয়েন্টে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।

মৃত মোহাম্মদ আল মামুন হাওলাদার (৪৬) বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বসবাস করতেন।

সৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেইফ লাইফগার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, কক্সবাজার ভ্রমণে আসা ওই পর্যটক জেট স্কিতে চড়ে সাগরে আনন্দ উপভোগ করতে নামেন। এক পর‌্যায়ে তিনি জেট স্কি থেকে পানিতে পড়ে যান। চালক অনেক চেষ্টা করেও তাকে উদ্ধারে ব্যর্থ হন।

পরে লাইফগার্ড কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। এরপর মামুনকে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, ঘটনার পরপরই জেট স্কির চালক পালিয়ে গেছেন। পর্যটকের লাশ কক্সবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় জেট স্কি চালকের কোনো অবহেলা ছিল কিনা তা তদন্ত করা হবে।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের খুঁজে বের করা হয়েছে। তবে তারা মৃত্যুর বিষয়ে কোনো অভিযোগ করতে রাজি হননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম