Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে শীতকালীন সবজির চারা বিতরণ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে শীতকালীন সবজির চারা বিতরণ

কুমিল্লায় শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক শীতকালীন সবজির চারা বিতরণ করা হয়েছে। সোমবার নগরীর কুমিল্লা আইডিয়াল কলেজ মিলনায়তনে নানা জাতের সবজি চারা বিতরণ করা হয়। এর আগে কলেজের ছাদে বীজতলা তৈরি করেন শিক্ষার্থীরা। 

কুমিল্লা আইডিয়াল কলেজ ও সাপ্তাহিক গোমেতি সংবাদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ। 

গোমেতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া বিনতে হোসাইনী, এখন টিভির কুমিল্লার ব্যুরোপ্রধান খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, বাসস প্রতিনিধি মহসিন কবীর, বিজনেস স্ট্যান্ডার্ড প্রতিনিধি তৈয়বুর রহমান সোহেল, সাপ্তাহিক আমোদের রিপোর্টার আবু সুফিয়ান রাসেল।

বক্তারা বলেন, বন্যার ক্ষয়ক্ষতি পোষাতে এবারের শীত মৌসুমে প্রচুর পরিমাণে সবজির চারা রোপণ করতে হবে। এতে সবজির ঘাটতি পূরণ হবে। কৃষির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাড়ির আঙিনায় সবজির আবাদ করা প্রয়োজন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম