Logo
Logo
×

সারাদেশ

কৃষক দল নেতার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গুলি

Icon

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:২২ পিএম

কৃষক দল নেতার মৃত্যুবার্ষিকী কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গুলি

কুষ্টিয়ার দৌলতপুরে কৃষক দল নেতার মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে তাদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রতিপক্ষকে লক্ষ করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ার ঘটনা ঘটে।

রোববার রাতে উপজেলার সীমান্তবর্তী প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা কৃষকদলের সদস্য সাকবোর হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত ২৬ অক্টোবর একটি অনুষ্ঠানের আয়োজন করে তার পরিবার। অনুষ্ঠান সম্পন্ন করতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে দায়িত্ব বন্টন নিয়ে একটি আলোচনা সভা হয় সন্ধ্যায়। এ সময় স্থানীয়  দু'পক্ষের মধ্যে মতভেদের সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্রসহ দেশিয় অস্ত্র নিয়ে শোডাউন দিতে থাকে। একপর্যায়ে প্রতিপক্ষকে লক্ষ করে ফাঁকা গুলি করে অন্য পক্ষের লোকজন। পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। 

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বলেন, কৃষক দল নেতার মৃত্যুবার্ষিকী পালনকে কেন্দ্র করে তাদের দুই পক্ষের মতভেদ সৃষ্টি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষকে লক্ষ করে গুলি ছোঁড়ে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম