Logo
Logo
×

সারাদেশ

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ যুবক আটক

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:২৬ এএম

দোয়ারাবাজারে ভারতীয় মদসহ যুবক আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদ চালানসহ আব্দুল জলিল (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজ থেকে রাতে তাকে আটক করা হয়।

আব্দুল জলিল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এএসআই সুমন চন্দ্র দেবের নেতৃত্বে উপজেলার বাংলাবাজার থেকে বাঁশতলা মৌলারপাড় ব্রীজের উপর অভিযান চালিয়ে ভারত থেকে নিয়ে আসা অফিসার চয়েস মদসহ জলিলকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েস মদ জব্দ করা হয়।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জাহিদুল হক বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম