মামা জাকির তিন দিনের রিমান্ডে
যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১১:১৪ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলাসহ সাত মামলার আসামি সাভারের জাকির হোসেন ওরফে মামা জাকিরকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
বিকালে সাভার মডেল থানার উপ পরিদর্শক তানভীর মোর্শেদ বলেন, ঢাকার চিফ জুডিশিয়াল আদালত জাকির হোসেনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জাকির হোসেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের কথিত ভাগ্নে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা বলেন, ডিবি পুলিশের সহায়তার জাকিরকে গ্রেফতার করা হয়েছে। তিনি ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলাসহ সাত মামলার আসামি। তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে আদালত ৩ দিনের রিমান্ড মজুর করেছেন।