Logo
Logo
×

সারাদেশ

সোনারগাঁয়ে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নবজাতক বিক্রির অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১১:০৯ পিএম

সোনারগাঁয়ে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে নবজাতক বিক্রির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বেসরকারি ক্লিনিকের বিরুদ্ধে এক নবজাতক চুরি করে বিক্রি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নবজাতকের মা আকলিমা বেগম রাজিয়া বাদী হয়ে রোববার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ দায়েরের পর সালমা বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ। তবে মডার্ন ডায়াগনস্টিক ও ক্লিনিক কর্তৃপক্ষের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, গত ১৪ অক্টোবর সোমবার দুপুর দেড়টার দিকে ওই ক্লিনিকে একটি ছেলে নবজাতক ভূমিষ্ঠ হয়। এরপর ওই বাচ্চাটিকে আয়ার মাধ্যমে ক্লিনিক কর্তৃপক্ষ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করে দেয়।

সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আকলিমা বেগম রাজিয়া রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার দৌলতদিয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। দৌলতদিয়ায় বসবাস করার সুবাদে ওই এলাকায় যৌনকর্মী লক্ষ্মীর সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে লক্ষ্মীর সঙ্গে রাজিয়ার সুসম্পর্ক গড়ে উঠে। রাজিয়ার গর্ভে সন্তান আসার পর থেকে তার স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। তার গর্ভের সন্তানের ভরণপোষণ দেবে না বলে হুমকি দেয় তার স্বামী মিজান।

এ বিষয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করা হয়। রাজিয়ার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হলে তার শারীরিক সমস্যা সৃষ্টি হয়। গত ৩ অক্টোবর লক্ষ্মী তাকে ফরিদপুর হাসপাতালে চিকিৎসা করানোর কথা বলে বাসা থেকে নিয়ে আসে। পরে তাকে অজ্ঞাত ব্যক্তির কাছে রেখে লক্ষ্মী আত্মগোপনে চলে যায়। ওই অজ্ঞাত ব্যক্তি তাকে পরদিন সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডায়গনস্টিক ও ক্লিনিকে ভর্তি করে। পরে ১২ দিন আটকে রাখার পর গত ১৪ অক্টোবর সোমবার দুপুর দেড়টার দিকে ওই ক্লিনিকে তাকে জোরপূর্বক সিজার করানো হয়। সিজারে তার ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। তার জ্ঞান ফেরার পর ক্লিনিক কর্তৃপক্ষ তাকে জানিয়েছে তার সন্তান অসুস্থ। নবজাতককে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে বলে সময় পার করতে থাকে। একপর্যায়ে তাকে কিছু টাকা ধরিয়ে দিয়ে বাচ্চা বিক্রি করে দিয়েছি বলে জানানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, মডার্ন ডায়গনস্টিক ও ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জোরপূর্বক রোগীদের ক্লিনিকে এনে পরীক্ষা নিরীক্ষা করানো ও সিজার করানোরও অসংখ্য অভিযোগ রয়েছে।

নবজাতকের মা রাজিয়া আক্তার জানান, প্রতারণার মাধ্যমে তাকে মডার্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকে আনা হয়েছে। এরপর তাকে জোরপূর্বক হাসপাতাল কর্তৃপক্ষ সিজার করিয়ে বাচ্চা বিক্রি করে দিয়েছে। তিনি তার বাচ্চাকে ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মডার্ন ডায়গনস্টিক ও ক্লিনিকের পরিচালক মো. শহীদ মিয়া বলেন, বাচ্চাটি এক আয়া চুক্তি করে ক্রয় করে নিয়েছেন। এ ঘটনার সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ জড়িত নয়।

কোনো চুক্তির মাধ্যমে আয়াকে বাচ্চা দিতে পারেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি কোনো উত্তর দেননি।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, মডার্ন ডায়াগনস্টিক ও ক্লিনিকে বাচ্চা চুরি করে বিক্রি করার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম