Logo
Logo
×

সারাদেশ

নাগরপুরে ভারড়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

Icon

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পিএম

নাগরপুরে ভারড়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় ভারড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিককে রোববার দুপুরে ভারড়া বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।

মো. আবু বকর সিদ্দিক (৫৫) উপজেলার আটাপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। 

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ভারড়া বাজারে শান্তিপূর্ণভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে একটি সন্ত্রাসী দল হামলা চালায়। হামলার ঘটনায় মো. তাহাজ উদ্দিন বাবু নামের এক ছাত্র ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনের নামে নাগরপুর থানায় মামলা দায়ের করেন।

নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার ১নং আসামি মো. আবু বকর সিদ্দিককে ভারড়া বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম