Logo
Logo
×

সারাদেশ

গোয়ালন্দে জেলেদের হামলায় দুই মৎস্য কর্মকর্তা আহত

Icon

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৪৭ পিএম

গোয়ালন্দে জেলেদের হামলায় দুই মৎস্য কর্মকর্তা আহত

রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে এক মৎস্য কর্মকর্তা ও তার সহকারী জেলেদের হামলার শিকার হয়েছেন।

তাদের আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় নামক স্থানে পদ্মা নদীর পাড়ে রোববার সকাল সোয়া ৬টার দিকে এমন ঘটনা ঘটে।

আহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো. মোস্তফা কামাল এবং তার সহযোগী অফিস সহায়ক মো. রুহুল আমিন। 

সূত্র জানায়, অন্তার মোড় এলাকায় পদ্মা নদীর পাড়ে ইলিশ বেচা-কেনার গোপন সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর সেখানে ঝাটকা ইলিশ দেখতে পেয়ে জেলেদের সঙ্গে এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে জেলেরা তাদেরকে কিল-ঘুসি ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করে।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মোস্তফা আল রাজিব হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম জানান, রোববার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা দুইটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে পদ্মা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে অভিযান চালান; কিন্তু তাদের ট্রলারের গতি অপেক্ষা জেলেদের ট্রলারের গতি বেশি হওয়ার কারণে তারা কোন জেলে কিংবা জেলে নৌকাকে আটক করতে পারেননি। তবে ৫ হাজার মিটারের মতো অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছেন। তাদের নিয়মিত এ অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব ছাড়াও সেনা সদস্য, গোয়ালন্দ ঘাট থানা ও দৌলতদিয়া নৌ-পুলিশ অংশ নেয়। মা ইলিশ সংরক্ষণে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম