Logo
Logo
×

সারাদেশ

সাবেক ট্রাফিক ইন্সপেক্টর দম্পতির আরও ৪ কোটি টাকার সম্পত্তি জব্দ

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৪২ পিএম

সাবেক ট্রাফিক ইন্সপেক্টর দম্পতির আরও ৪ কোটি টাকার সম্পত্তি জব্দ

ফরিদপুরের সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুমের মালিকানাধীন আরও প্রায় চার কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা ইমরান আকন।

ফরিদপুর দুদকের উপসহকারী পরিচালক ইমরান আকন জানান, একটি অভিযোগের ভিত্তিতে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয় সাবেক ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর ও তার স্ত্রী জামিলা পারভিন কুমকুম আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

অনুসন্ধানে জানা যায়, কুমকুমের নামে গোপালগঞ্জের ঘাটিয়া এলাকায় একটি ছয়তলা ভবন রয়েছে, যার মূল্য ছয় কোটি টাকা। ঢাকার মিরপুরে বিজয় রাকিন সিটিতে একটি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য এক কোটি ২৭ লাখ ৯১ হাজার ৯০২ টাকা। ওই সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কায় ফরিদপুর দুদক জেলার সিনিয়র স্পেশাল জজ আদালতে সম্পত্তির ক্রোকের আবেদন করেন। পরে আদালতের বিচারক মো. জিয়া হায়দার সম্পত্তি জব্দের নির্দেশ দেন।

প্রসঙ্গত, এর আগে গত ৪ সেপ্টেম্বর আরও একটি অভিযোগে তাদের চার কোটি ৬ লাখ ১৭ হাজার ২৯১ টাকার স্থাবর সম্পত্তি জব্দ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম