Logo
Logo
×

সারাদেশ

ইউপি সদস্যদের বেতনসহ কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা চেয়ারম্যান

Icon

শামীম খান, ধামরাই (ঢাকা)

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

ইউপি সদস্যদের বেতনসহ কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা চেয়ারম্যান

রাজধানীর উপকণ্ঠে ধামরাই উপজেলার ৭নং গাংগুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আত্মগোপন করেছেন। তিনি ইউনিয়নের নির্বাচিত ১২ ইউপি সদস্যের ৯ মাসের বেতন ও সরকারি কোষাগারে জমা না দিয়ে কয়েক কোটি টাকা রাজস্ব নিয়ে গেছেন। 

উল্লেখ্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এ খবর পেয়ে আব্দুর কাদের মোল্লা উক্ত টাকা-পয়সা নিয়ে কাউকে কোনো কিছু না বলেই আত্মগোপনে চলে যান। এর পর থেকে অদ্যাবধি তার কোনো হদিস পাওয়া যায়নি। দীর্ঘ সাড়ে তিন মাসেও ওই ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে ফিরে আসেননি বলে ইউনিয়ন পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য এবং এলাকাবাসী অভিযোগ করেন। ফলে ওই ইউনিয়নে দাপ্তরিক কর্মকাণ্ড চরমভাবে ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে সাধারণ নাগরিকরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

ওই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রবিউল ইসলাম হাশেম বলেন, ইউপি সদস্যের বেতন হচ্ছে ৮ হাজার টাকা। ১২ জন ইউপি সদস্যের মাসিক বেতন ৯৬ হাজার টাকা। সর্বসাকুল্যে ১২ ইউপি সদস্যের নয় মাসে বেতন হয় ৮ লাখ ৬৪ হাজার টাকা। এছাড়া বিভিন্ন মিল কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর থেকে আদায়কৃত কয়েক কোটি টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মগোপন করেছেন চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমরা নির্বাচিত সদস্যরা সাধারণ মানুষের নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছি। যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান না হলে ইউনিয়নবাসী সর্বক্ষেত্রে তাদের নাগরিক সেবা থেকে বঞ্চিত হবেন। কাজেই আমি প্রত্যাশা করছি দ্রুত এর সুষ্ঠু সমাধান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম