Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় শ্রমিক দল নেতা হত্যা মামলায় স্পেশাল পিপি সুজন কারাগারে

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম

বগুড়ায় শ্রমিক দল নেতা হত্যা মামলায় স্পেশাল পিপি সুজন কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শ্রমিক দল নেতা জিল্লুর সরদার হত্যা মামলায় বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে তিনি রোববার দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চান। 

বিচারক এএসএম তাসকিনুল হক শুনানী শেষে তার আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক আলী এ তথ্য জানিয়েছেন।

আদালত ও এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের ঝাউতলা এলাকায় গুলিতে নিহত হন গাবতলী পৌর শ্রমিক দলের সহ-সভাপতি ও উপজেলার গোড়দহ গ্রামের জিল্লুর সরদার। 

এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী খাদিজা খাতুন গত ২৪ আগস্ট রাতে সদর থানায় হত্যা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, স্পেশাল পিপি আশেকুর রহমান সুজনসহ ১৫৭ জনকে আসামি করা হয়। 

বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক। তিনি এজাহারে ৫২ নম্বর আসামি।

বগুড়ার কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক আলী জানান, আশেকুর রহমান সুজন উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। আদালতের নির্দেশে রবিবার দুপুরে তিনি নিম্ন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম