আগ্নেয়াস্ত্রের ২৪০ গুলি, গ্রেনেড, রকেট বোম্বসহ আটক ১
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৭:০২ পিএম
বিজিবি-২ কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়। এ সময় সাবরাং ইউপির শাহপরীর দ্বীপের মৃত সুলতান আহমেদের ছেলে মো. শফিউল আলমকে আটক করা হয়।
রোববার বিকালে বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিয়ানমার হতে বাংলাদেশে আগ্নেয়াস্ত্রের গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জামাদি আসার গোপন তথ্য পেয়ে সাবরাং ইউনিয়নের জালিয়াপাড়া নামক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে শফিউল আলমকে (৫৫) আটক করা হয়। তার দেওয়া তথ্যে ওই বাড়ির আঙ্গিনায় বালির বস্তার নিচ থেকে দুই ব্যাগের ভিতর হতে ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, ১টি রকেট বোম্ব, ২টি গ্রেনেড এবং ১টি কম্পাস উদ্ধার করা হয়।