‘জামায়াতের নেতাকর্মীরা অন্যায় করলে ছাড় নেই’
লোহাগাড়া দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণের অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ড. ছাবের আহমদ বলেন, আগামী নির্বাচনে জনগণ ফয়সালা করবেন।
তিনি আরও বলেন, নির্বাচনের আগপর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী থেকে শুরু করে সমর্থকদের সবার সঙ্গে সুন্দর আচরণ দিয়ে মুগ্ধ করতে হবে। ইউনিটে এসে প্রশিক্ষণ নিয়ে এ ফয়সালায় যেতে হবে। তবে জামায়াতের নেতাকর্মীরাও যদি কোনো অন্যায় করে তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
শনিবার সকালে লোহাগাড়ার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়ার আমিরাবাদ ৭নং ওয়ার্ডের উদ্যোগে প্রীতিভোজ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়ন ৭নং ওয়ার্ডের সেক্রেটারি আসিফুজ্জামান সজিবের সঞ্চালনায় জামায়াতে ইসলামী লোহাগাড়ার সাবেক কর্মপরিষদ সদস্য মাওলানা হাসান রউফীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়েত ইসলামী লোহাগাড়া উপজেলা আমির মাওলানা আসাদ উল্লাহ ইসলামাবাদী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার সেক্রেটারি মাওলানা আবুল কালাম। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়নের নায়েবে আমির ও আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কারা নির্যাতিত কাজী নুরুল আলম চৌধুরী, মাস্টার মোবারক আলী, মাস্টার শহিদুল ইসলাম, হাফেজ জাহেদ হোসেন, আব্দুস শাকুর, মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা ইউসুফ প্রমুখ।
উদ্বোধনী বক্তব্য রাখেন আমিরাবাদ ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭নং ওয়ার্ডের সভাপতি মুহাম্মদ সাইদুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সালাহ উদ্দিন হীরু, মুহাম্মদ শাহাদাত হোসেন সোহেল, মো. মোহাম্মদ শাহাদাত, মিজানুর রহমান, শাহজাদা জোবাইর ও ব্যাংকার বদরুদ্দোজা প্রমুখ।