Logo
Logo
×

সারাদেশ

রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বাজার সিন্ডিকেট ভেঙে শক্ত হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম

বাজার সিন্ডিকেট ভেঙে শক্ত হাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, অর্ন্তবর্তী সরকারকে শক্ত হাতে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে। নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। 

দুলু বলেন, পাশের দেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত ১৫ বছরে তার নিয়োগ দেওয়া দলীয় আমলাদের মাধ্যমে এখনো দেশের প্রশাসন, পুলিশ ও বাজারসহ সব নিয়ন্ত্রণ করার অপচেষ্টা অব্যহত রেখেছে। বাজার, গার্মেন্ট ও বিদ্যুৎসহ সব সেক্টরে শেখ হাসিনা তার লোকজন দিয়ে অরাজকতা করে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের যে অপচেষ্টা করছে, তা শক্ত হাতে রুখে দিতে হবে। 

দুলু বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। এই চুক্তির কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বাধ্য। তাই শেখ হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার শুরু করতে হবে। 

নাটোরের নলডাঙ্গা উপজেলার নশরতপুরে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে এবং একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন হলেই বাংলাদেশ স্বাভাবিক হয়ে যাবে। 

নলডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি আব্দুস সালাম নান্টুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, কাজী শাহ আলম, সদস্য সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম