বাস-ট্রাক সংঘর্ষে ২ যুবক নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম
![বাস-ট্রাক সংঘর্ষে ২ যুবক নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/19/natore-66f5acb9e0ce1-6713847c7d08d.jpg)
বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে শফিকুল ইসলাম (৩২) ও উৎসব দত্ত (২৪) নামে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল নীলফামারীর ডিমলা উপজেলার নাওপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এবং উৎসব রাজশাহীর পুঠিয়া বাজার এলাকার পরিতোষ কুমারের ছেলে।
শফিকুল ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের বিক্রয় প্রতিনিধি ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, শুক্রবার রাতে ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রীর মৃত্যু হয়। এতে আরও দুইজন আহত হন। রাতেই নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।