Logo
Logo
×

সারাদেশ

ব্ল্যাক আউট দিয়ে অস্থিতিশীলতার পায়ঁতারা, প্রধান আসামি গ্রেফতার

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১২:৩৩ পিএম

ব্ল্যাক আউট দিয়ে অস্থিতিশীলতার পায়ঁতারা, প্রধান আসামি গ্রেফতার

পল্লীবিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পায়ঁতারা করে।  এঘটনায় ঢাকার খিলক্ষেত থানায় সাইবার নিরাপত্তা আইনের দায়েরকৃত মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডেপুটি ম্যানেজার (ডিজিএম) আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। 

পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার রাতে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাতেই লক্ষ্মীপুর সদর থানা থেকে তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়। 

এর আগে অভিযান চালিয়ে লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে আটক করে সেনাবাহিনী। 

পুলিশ জানায়, বৃহস্পতিবার মো. আরশাদ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার খিলক্ষেত থানায় আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ আইনে মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলার বাদী আরশাদ কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।

সদর থানার ওসি মো. আবদুল মুনাফ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সারা দেশে পল্লী বিদ্যুৎ ব্ল্যাক আউট কর্মসূচি দিয়ে দেশে অস্থিতিশীল করার পাঁয়তারা করা হয়।  এঘটনায় আরিফুল ইসলামকে প্রধান আসামি করে সাইবার নিরাপত্তা আইনের মামলায় সেনাবাহিনী তাকে গ্রেফতার করে থানায় সোর্পদ করা হয়।  রাতেই তাকে ঢাকার খিলক্ষেত থানায় পাঠানো হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম