ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকলেও ডেঙ্গুতে হার মানলেন সায়েম
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৪৪ পিএম
দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে ক্যানসারে ভুগছিলেন এসএম সায়েম মাহামুদ (২৩)। বেশ কিছুদিন পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। এর মধ্যে গত কয়েক দিন পূর্বে আবার শারীরিক অবস্থা খারাপ দিকে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয় এবং গত বৃহস্পতিবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রামের হাটহাজারী সরকারি কলেজের শিক্ষার্থী সায়েম উপজেলার মেখল ইউনিয়নের এসএম সেলিম উদ্দিন ছেলে।
মৃত সায়েমের পিতা হাটহাজারী উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি এসএম সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, ভারতে চিকিৎসা নিয়ে ক্যানসার থেকে কিছুটা সুস্থ হয়ে উঠেছিল সায়েম। তবে ভাগ্যের নির্মম পরিহাস; গত কয়েক দিন পূর্বে সে আবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা খারাপ দিকে গেলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু শনাক্ত হয় এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।