ছাত্রাবাসে মাদ্রাসাছাত্রের ঝুলন্ত লাশ, এলাকায় গুঞ্জন
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৩০ পিএম
বড়লেখার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার এক শিক্ষার্থীর মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাতে মাদ্রাসার ছাত্রাবাস থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই ছাত্রের নাম ছাব্বির আহমদ (১১)। শুক্রবার ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
নিহত ছাব্বির বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার শাহ আলমের ছেলে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করলেও ছাব্বিরের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।
জানা গেছে, বৃহস্পতিবার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তারা মাদ্রাসায় গিয়ে দেখেন ছাত্রাবাসের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে।
এ সময় ডাকাডাকি করে কারও কোনো সাড়াশব্দ পাননি। তখন তারা ছাত্রাবাসের পেছনের জানালা খোলা থাকতে দেখেন। জানালায় ঝুলন্ত অবস্থায় তারা এক ছাত্রকে দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছাত্রাবাসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা জানালার সঙ্গে নাইলনের রশি দিয়ে হিফজ শাখার ছাত্র ছাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
থানার ওসি আবদুল কাইয়ূম শুক্রবার জানান, ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।