Logo
Logo
×

সারাদেশ

মাদকসেবী স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে থানায় স্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন, আমতলী (বরগুনা)

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪২ পিএম

মাদকসেবী স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে থানায় স্ত্রী

সগির উল্লাহ বশির (৩৮) নামে এক মাদকসেবী স্বামীর নির্যাতন থেকে রক্ষা পেতে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন স্ত্রী নিপা আক্তার। শুক্রবার আমতলী থানায় এ অভিযোগ দায়ের করা হয়। 

 জানা গেছে, ২০০৯ সালে উপজেলার তারিকাটা গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে নিপা আক্তারের সঙ্গে আমতলী পৌর শহরের ৪নং ওয়ার্ডের আনিছুর রহমানের ছেলে সগির উল্লাহ বশিরের বিয়ে হয়। বিয়ের পরে স্ত্রী জানতে পারেন স্বামী সগির উল্লাহ মাদক সেবনকারী। তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে স্ত্রী নিপা আক্তার বেশ চেষ্টা চালায়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় বলে জানান তিনি। তার স্বামীর বিরুদ্ধে আমতলী থানায় মাদকের মামলা রয়েছে। প্রায়ই স্বামী সগির উল্লাহ বশির বাইরের লোকজন এনে বাসায় মাদক সেবনের আড্ডা বসায়। স্ত্রী নিপা এর প্রতিবাদ করলেই তার ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। 

গত ১৫ বছরে অন্তত শতাধিকবার তার ওপর নির্যাতন করেছে মাদকসেবী স্বামী সগির উল্লাহ- এমন অভিযোগ স্ত্রী নিপা আক্তারের। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত তিন মাস আগে দুই সন্তান রেখে স্ত্রী নিপা বাবার বাড়ি চলে যান, কিন্তু তারপরও নির্যাতন বন্ধ হয়নি। 

গত রোববার রাতে স্ত্রী নিপাকে আমতলী বন্দর প্রাইমারি স্কুল সড়কে ডেকে নেয় স্বামী সগির উল্লাহ বশির। পরে তার কাছে মাদক সেবনের টাকা দাবি করে। স্ত্রী মাদক সেবনের টাকা দিতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করে। 

খবর পেয়ে তার বাবা মনোয়ার হোসেন তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা দেয়। স্বামীর নির্যাতন সইতে না পেরে শুক্রবার স্বামী সগির উল্লাহ বশিরের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে নিপা আক্তার বলেন, আমার স্বামী একজন মাদকসেবী। প্রায়ই রাতে বাইরের লোকজন এনে ঘরে মাদক সেবনের আড্ডা বসায়। আমি এতে বাধা দিলে আমাকে অমানুষিক নির্যাতন করে। বিয়ের পর থেকে গত ১৫ বছর ধরে একই কাজ করে আসছেন তিনি। 

এ বিষয়ে জানতে স্বামী সগির উল্লাহ বশিরের মোবাইল ফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে আমতলী থানার ওসি আরিফুল ইসলাম বলেন, নিপা আক্তারের স্বামী একজন মাদকসেবী। তার বিরুদ্ধে থানায় মাদক সেবনের মামলা আছে। অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম