‘সম্প্রীতি বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পিএম
কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে সবাই যার যার ধর্ম পালন করবে। ধর্ম মানুষকে মানুষ হতে শেখায়। সেখানে কোনো আইন থাকে না। সেখানে আমাদের ধর্মীয় অনুশাসন কাজ করে।
শুক্রবার কোটবাড়ী এলাকার নব শালবন বিহারে ২৩তম পবিত্র কঠিন চীবর দানোৎসব ও বিশ্ব শান্তি প্যাগোডা অনালয়ো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিওসি এসব কথা বলেন।
আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্টা শ্রীমত জিনসেন মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কুমিল্লা মো. আমিরুল কায়ছার। মুখ্য আলোচক ছিলেন ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ শ্রীমত সুনন্দপ্রিয় ভিক্ষু।
শুভ কঠিন চীবর দান সম্পর্কে ব্যাখ্যা প্রদান করেন বরইগাঁও জ্যোতিপাল মহাথের, বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্স লাকসামের শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, লাকসাম মজলিশপুর ধর্মাঙ্কুর বৌদ্ধ বিহারের শ্রীমৎ প্রজ্ঞাজোতি মহাথের।
কুমিল্লার জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, আমরা যে যেই ধর্ম পালন করি সবাই কিন্তু মানবতার কথা বলি। সব ধর্মের মধ্যে মানবতার কথা বলা হয়েছে। আমরা যেই ধর্মেরই হই না কেন আমরা সবাই মানবতার কাজ করে যাব।
ইঞ্জিনিয়ার স্বপন সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে উপস্থিত ছিলেন শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক অশোক বড়ুয়া, সভাপতি তপন কুমার সিংহ ও সম্পাদক হীরা লাল বড়ুয়া।
এ সময় কুমিল্লা সেনানিবাস ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুমিল্লা সেনানিবাসের পক্ষ থেকে ১০ লাখ টাকা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর থেকে এক কোটি টাকা প্রদান করা হয়। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসক আমিরুল কায়সার কঠিন চীবর দানোৎসবে সহায়তা প্রদান করেন।