Logo
Logo
×

সারাদেশ

সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন, সাভার

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৩:৫০ পিএম

সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ঢাকার সাভারে একটি নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামের প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকে নেমে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-সাভারের হেমায়েতপুরের ঝাউচড়ের দক্ষিণ মেইটকা গ্রামের রাজমিস্ত্রী আনিসুল হক (৪০) ও সাদিকুল ইসলাম (৩৯)। 

প্রত্যক্ষদশীরা জানায়, আজ সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেফটিক ট্যাংকের ভিতরে কাজ করতে নামেন এক নির্মাণ শ্রমিক। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোন সাড়াশব্দ না পেয়ে তাকে খুঁজতে অপর শ্রমিকও সেফটিক ট্যাংকে নামেন। এরপর দুজনেরই কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সেফটিক ট্যাংকের ভিতর থেকে অচেতন অবস্থায় ওই দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেন। পরে তাদের সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, সেপটিক ট্যাংক থেকে মৃত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম