Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

বগুড়ায় ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেফতার

বগুড়ার সারিয়াকান্দির নাশকতা মামলার আসামি তিন ছাত্রলীগ নেতাকর্মী ধরা পড়েছেন। ডিবি পুলিশ বৃহস্পতিবার দুপুরে শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের পিছন থেকে তাদের গ্রেফতার করে। সন্ধ্যায় ডিবি ইনচার্জ মুস্তাফিজ হাসান এ তথ্য দিয়েছেন।

গ্রেফতার তিন নেতাকর্মীরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি খোর্দ্দবলাইল গ্রামের মৃত সিরাজ ব্যাপারীর ছেলে আক্তারুজ্জামান ওরফে রাসেল ব্যাপারী (৩৩), সাধারণ সম্পাদক দীঘাপাড়া গ্রামের শহিদুল প্রমানিকের ছেলে সুমন প্রামাণিক (৩৪) এবং ছাত্রলীগ কর্মী একই গ্রামের এফাজ উদ্দিনের ছেলে রাফিউল আলম ওরফে ডেভিট মিয়া।

ডিবি পুলিশের কর্মকর্তা জানান, গত ২ সেপ্টেম্বর সারিয়াকান্দি থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোপনে খবর পেয়ে বগুড়া শহরের জলেশ্বরীতলা কালী মন্দিরের পিছন থেকে উল্লিখিত ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। বিকালে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম