Logo
Logo
×

সারাদেশ

জয়পুরহাটে কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত দু’জনের লাশ

Icon

জয়পুরহাট ও পাঁচবিবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:৪১ পিএম

জয়পুরহাটে কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত দু’জনের লাশ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ কলেজছাত্র নজিবুল সরকার বিশাল এবং অটোচালক মেহেদির লাশ কবর থেকে তোলা হয়েছে। গত ৪ আগস্ট বিশাল ও ৫ আগস্ট মেহেদি নিহত হন। 

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে কবর থেকে তাদের লাশ তুলেছে স্থানীয় প্রশাসন। 

কলেজছাত্র বিশালের লাশ পাঁচবিবি উপজেলার ধরনজি ইউনিয়নের রতনপুর গ্রামের পারিবারিক কবর থেকে এবং জয়পুরহাট পৌর এলাকার শেখপাড়া মহল্লার পারিবারিক কবরস্থান থেকে মেহেদির লাশ তুলে জয়পুরহাটে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।   

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে জিরো পয়েন্ট এলাকায় এবং পরদিন ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিকালে জয়পুরহাট সদর থানা ঘেরাওয়ের সময় গুলিতে নিহত হন অটোচালক মেহেদি। তাদের মৃত্যুর পর কোনো ময়না তদন্ত ছাড়াই উভয়ের লাশ নিজ নিজ পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা। 

ছেলে হত্যার অভিযোগে ১৮ আগস্ট শহীদ বিশালের বাবা মজিদুল সরকার এবং স্বামী হত্যার অভিযোগে মেহেদির স্ত্রী জেসমিন আকতার সৃষ্টি বাদী হয়ে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ যথাক্রমে ১২৮ ও ২২৭ জনকে আসামি করে ১৮ ও ২০ আগস্ট পৃথক দুটি মামলা করেন। 

মামলার স্বার্থে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার তাদের লাশ কবর থেকে তোলা হয়। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন ও আব্দুর রউফ, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শাহ আলম শোভন, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক জাহাঙ্গীর আলমসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম