সাবেক ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২১
যুগান্তর প্রতিবেদন, সাভার
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:২২ পিএম
ঢাকার আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার কাপড়ের উচ্ছিষ্ট অংশ (ঝুট) ব্যবসা নিজেদের নিয়ন্ত্রণে নিতে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ছাত্রদল নেতাসহ অন্যান্য মামলার ২১ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার রাতে সাভার ও আশুলিয়ার বিভিন্নস্থানে যৌথবাহিনীর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনি (৪০), মো. সজিব ইসলাম (২৭), মো. শিমূল উদ্দিন (২৭), মো. মাহাবুব হোসেন (৩২), মো. মামুনুর রশিদ (৩২), মো. আসলাম শেখ (৪৩), মো. দবির উদ্দিন ফকির (৪৫), মো. ছাইদুল ইসলাম (৫০), মো. সুমন মোল্লা (৩২), মো. অন্তর শেখ (২৪), মো. সুরমান মণ্ডল (২৮), মো. কায়েস (৩৩), আব্দুল আলীম (৫১), মো. আফসারুল ইসলাম (৫৭), আলী আকবর মুন্সী (৪৪), আলী আহম্মেদ (৩৮), মো. সোহরাব হোসেন সরকার (৪৫), আলাল উদ্দিন (৩২),সরোয়ার (৪৭), মহসিন হোসেন (২৫), রকি আহম্মেদ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ গার্মেন্টস লিমিটেডের কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনার সূত্র ধরে বুধবার রাতে যৌথবাহিনীর সদস্যরা সাভার ও আশুলিয়ার বিভিন্ন অভিযান পরিচালনা করে সাবেক ছাত্রদল নেতা ও বেশ কয়েকটি মামলার ২১ জনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে।
আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, যৌথবাহিনীর সদস্যরা ২১ জনকে আটক করে আশুলিয়া থানায় হস্তান্তর করে। পরে আশুলিয়া থানা পুলিশ আটকদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করে।