স্বামীর সন্ধানে এসে গণধর্ষণের শিকার প্রবাসী নারী
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৪৫ পিএম
![স্বামীর সন্ধানে এসে গণধর্ষণের শিকার প্রবাসী নারী](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/17/Rape-4-671106e0bf45b.jpg)
নাটোর লালপুরে স্বামীর সন্ধানে এসে ২৬ বছর বয়সি এক প্রবাসী নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী ওই নারীর বাড়ি কুষ্টিয়া সদর উপজেলায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী সৌদি আরব থাকাকালে মোবাইল ফোনের মাধ্যমে লালপুরের শান্ত নামের এক যুবককে বিয়ে করেন। স্বামী শান্তর খোঁজে লালপুরে আসেন তিনি। পরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে তার স্বামীর সন্ধান করতে সহায়তার কথা বলে লালপুর সদরে ত্রিমোহণী মোড়ে নিয়ে গিয়ে তাকে শরবত ও ফুসকা খাওয়ায়। কিছুক্ষণ পর অজ্ঞাত ওই যুবক আরও ৩ বন্ধুকে নিয়ে এসে ভ্যানযোগে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের ভাটিপাড়ার রাস্তায় নিয়ে যায়।
পরে সেখানে একটি আমবাগানে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে পুলিশ ওই নারীকে হেফাজতে রাখে।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।