Logo
Logo
×

সারাদেশ

আ.লীগ নেতা-ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

Icon

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১০:২৭ পিএম

আ.লীগ নেতা-ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১০

এলাকার আধিপত্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাজাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জাহাঙ্গীর আলম এবং বর্তমান চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিম গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ফুল মিয়া, হেলাল কাজী, উজ্জ্বল শেখ, ইয়াছিন, সুমন শেখ, মান্নান, শামীম কাজীসহ অনেকে।

 

আহতদের কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে এলাকার আধিপত্য নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম ও বর্তমান ইউপি চেয়ারম্যান মাহাবুবুল আলম সেলিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে দুপক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। 

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম