Logo
Logo
×

সারাদেশ

অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকার, ৩১ জেলেসহ ভারতীয় ২টি বোট আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা (পটুয়াখালী)

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পিএম

অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকার, ৩১ জেলেসহ ভারতীয় ২টি বোট আটক

বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে ইলিশ শিকারের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং বোট আটক করেছে নৌবাহিনী।

মঙ্গলবার বিকালে নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত টহল দেওয়ার সময় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে। 

বুধবার সকাল ১০টায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম। 

আটককৃতরা ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে নৌবাহিনী জানিয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম বলেন, আটক জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে। তবে জেলেদের নামের তালিকা ও জেলেদের ছবি প্রকাশ করেনি নৌবাহিনী। 

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

বাংলাদেশে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চলাকালে ভারতীয় ট্রলিং জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরে নিয়ে যাচ্ছিল ভারতীয় জেলেরা, জেলেদের এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের।  মৎস্য শিকারে নিষেধাজ্ঞার তিন দিনের মাথায় ভারতীয় বোট দুটি আটক হওয়ায় বাংলাদেশি জেলেদের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আত্মবিশ্বাস ফিরেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম