স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিম রেলের জিএম
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৯ পিএম
![স্টেশন পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা চাইলেন পশ্চিম রেলের জিএম](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/16/Rajshahi-16-10-24Photo-12-670fb41728cca.jpg)
স্টেশনগুলো পরিচ্ছন্ন রাখতে যাত্রীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন পশ্চিম রেলের মহাব্যবস্থাপক (জিএম) মামুনুল ইসলাম। বুধবার সকালে রাজশাহী রেলস্টেশনে সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি সবার প্রতি এ আহবান জানান।
মামুনুল ইসলাম বলেন, রাজশাহী রেলস্টেশন পশ্চিম রেলের একটি মডেল স্টেশন। স্টেশনটিকে সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। তিনি যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সবার প্রতি অনুরোধ জানান।
এ সময় পশ্চিম রেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর ১৫ জন পরিচ্ছন্নতা কর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন।