Logo
Logo
×

সারাদেশ

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Icon

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৪ পিএম

সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্তুমাই সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা হোছন আহমদ নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাটের পান্তুমাই ভারত সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে ধরে নেওয়া হয়। 

হোছন আহমদ (৪১) উপজেলার পশ্চিম পান্তুমাই গ্রামের আবদুল হকের ছেলে।

এ ঘটনায় হোছন আহমদের পরিবারের পক্ষ থেকে ওই দিন রাতে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারত সীমান্তের পাশে গরু চরাচ্ছিলেন হোছন আহমদ। দুপুর ১২টার দিকে তার একটি গরু ভারত সীমান্তের অভ্যন্তরে চলে যায়। একপর্যায়ে গরু আনতে হোছন আহমদ ভারত সীমান্তে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা গরুসহ তাকে আটক করে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, হোছন আহমদ নিজের গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাতেই পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছে। হোছনকে ফিরিয়ে আনতে বিজিবি ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আয়োজন করার কথা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম