Logo
Logo
×

সারাদেশ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় তিন জেলের ১৫ দিনের কারাদণ্ড

Icon

যুগান্তর প্রতিবেদন,মানিকগঞ্জ

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৪:১৩ এএম

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় তিন জেলের ১৫ দিনের কারাদণ্ড

জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ আহরণের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে তিন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ১০ হাজার মিটার জাল ধ্বংস করা হয় ও প্রায় ৫ কেজি ইলিশ জব্দ করে স্থানীয় এতিমখানায় প্রদান করা হয়। 

মঙ্গলবার রাতে শিবালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। জব্দকৃত জাল গুলো পুড়িয়ে দেওয়া হয়।

১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড অভিযুক্তরা হলেন- মো: লাল চান শেখ (৩২), মো: আলমগীর শেখ (৩৫), মো: স্বপন শেখ( ৩২)। এরা সবাই শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের বাসিন্দা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম