Logo
Logo
×

সারাদেশ

রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে অর্থ সহায়তা

Icon

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:৪৩ এএম

রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ পরিবারকে অর্থ সহায়তা

খ্রিস্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার উদ্যোগে রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে অর্থ সহায়তা তুলে দেন ইউএনও মাহমুদুল হাসান

খ্রিষ্টিয়ান হাসপাতাল চন্দ্রঘোনার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৮ পরিবারের কাঁচা ঘর মেরামতে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে বন্ধুসভার আয়োজনে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। উদ্বোধক ছিলেন চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং। 

রাঙ্গুনিয়া বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি শিক্ষক সাইফুল্লাহ সরোয়ার এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক রবিউল মোস্তফা মুন্নার সঞ্চালনায় বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা নুরুল ইসলাম আজাদ, উপদেষ্টা আব্বাস হোসাইন আফতাব, সদস্য মোরশেদুর রহমান, মুবিন উদ্দীন, জান্নাতুল তামান্না, রাহাত উল্লাহ মামুন প্রমুখ। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম